
আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় নির্মাণাধীন ওয়াসার পানি শোধানাগারের রাস্তায় পানি স্প্রে করার গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মজিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের পশ্চিম আতাদী এলাকায় এই ঘটনাটি ঘটে।
এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক গাড়ীটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। নিহত মজিবুর রহমান রাইনাদী আতাদী গ্রামের মৃত আজিজ ভুইয়ার ছেলে।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব ঘটনা নিশ্চিত করেন।
প্রত্যক্ষ সূত্রে জানা যায় যে, ওই সময় ওই এলাকায় নির্মাণাধীন ওয়াসার শোধানাগারের রাস্তায় পানি স্প্রে করার কাজ করছিল একটি গাড়ী। এ সময় বৃদ্ধ মজিবুর রহমান ফসলের মাঠ থেকে কাজ সেরে বাড়ীতে ফিরছিলেন। তিনি ওয়াসার রাস্তায় উঠা মাত্র পানি স্প্রে করা গাড়ীটির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসি জড়ো ও উত্তেজিত হয়ে ঘাতক গাড়ীটিতে অগ্নিসংযোগ করে গাড়ীটি পুড়িয়ে দেয়। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব ঘটনা নিশ্চিত করেন।