বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে মানবপাচার চক্রের মূলহোতাসহ আটক-৩ আড়াইহাজারে রান্না নিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ও দেবর আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচন করতে চায় তারা ১৪জন নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু নারী কয়েদির সঙ্গে কারারক্ষীর অনৈতিক সম্পর্ক, দেখে ফেলায় নির্যাতন আদানিসহ ভারত থেকে বিদ্যুৎ আমদানি বিদ্যুতে বকেয়া বিল ৬০ হাজার কোটি টাকা আড়াইহাজারে সাপের কামড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার আটক, ১৫শ হেরোইন উদ্ধার ভুটানের রাজা পরিদর্শনে করলেন আড়াইহাজারের স্পেশাল ইকোনমিক জোন আড়াইহাজারে বাসের ধাক্কায় দায়িত্বরত পুলিশ সদস্য নিহত

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচন করতে চায় তারা ১৪জন

  • আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৪৮ পড়া হয়েছে

মোঃ এফরান আলী: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় তিন পদে ১৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১ জন।

সহাকারী রিটানিং কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলার চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজালাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবের রহমান রোমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজাদ খান সোহাগ, সাবেক ভিপি কাজী সুজন ইকবাল, দুপ্তারা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা, কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ও খাগকান্দা এলাকার বাসিন্দা জাহেদুল হক মোল্লা। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহিদা মোশারফ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদ জানান, তবে মহিলা ভাইস চেয়ারম্যান ১ জন মনোনয়নপত্র দাখিল করায় একমাত্র প্রার্থী শাহিদা মোশাররফ বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার পথে।

জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। ভোট গ্রহণের তারিখ ২১ মে। ভোটগ্রহণের সময়সীমা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এবার ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন >   আড়াইহাজার থেকে অপহৃত কিশোরী পল্টনে উদ্ধার, আটক-১

উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ আরও জানান, এবারের উপজেলা নির্বাচনে নতুন করে ২২টি কেন্দ্র বেড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আড়াইহাজারে মোট ভোট কেন্দ্র ছিল ১১৭ টি। এবার ২২টি বেড়ে মোট কেন্দ্র হয়েছে ১৩৯টি। এর আগের উপজেলা নির্বাচনে কেন্দ্র ছিল ১১৩টি। মোট ভোটকক্ষ (বুথ) ৯১৯টি।

সূত্রটি আরো জানিয়েছে, আড়াইহাজার উপজেলায় ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ১৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ৫১৫ জন। মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৬৪২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৪ সাপ্তাহিক আড়াইহাজার
Theme Customized By BreakingNews