--Advertisement --
জেলা সংবাদ

আড়াইহাজারে প্রেমের ফাঁদে স্কুলের ছাদে নিয়ে ধর্ষণ

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মনোহরদী গ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী (কিশোরী) কে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে এক বাবা। দীর্ঘদিন থেকে ক্ষুদে ওই শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে ১৫ বছর বয়সী এক কিশোর মনোহরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদে তাকে ধর্ষণ করে আসছিল।

গত সোমবার (১৩ জুন) এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করলে পুলিশ আইনের সাথে সংঘতে জড়িত কিশোরকে ধৃত করে।

মামলায় উল্লেখ করা হয়, ৫ম শ্রেণি পড়ুয়া কিশোরীর স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন থেকেই উত্যাক্ত করে আসছিল ১৫ বছরের কিশোর। এরপর কিশোরীকে ভুল বুঝিয়ে প্রেমের ফাঁদে ফেলে তারই শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করছিল সে। গত বুধবার (১ জুন) দুপুর ২টার দিকে স্কুলের পিফিনের সুযোগে কিশোরীকে ছাদে নিয়ে যায়। সেখানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ওই কিশোর।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার। তিনি জানিয়েছেন, ধর্ষণের অভিযোগ এনে মামলা করার পর ওই কিশোরকে হেফাজতে নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আড়াইহাজারে প্রেমের ফাঁদে স্কুলের ছাদে নিয়ে ধর্ষণ
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button