--Advertisement --
আশেপাশের খবরজেলা সংবাদ

নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

রোববার (২১ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত সাফকাত জামিল ইবান (৩২) সদর উপজেলার মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত জাকারিয়া জামিলের ছেলে এবং শেখেরচর বাজারের কাপড় ব্যবসয়ী ছিলেন।

মৃতের পরিবারের সদস্যরা জানান, স্ত্রী এবং তিন বছর বয়সী মেয়েকে নিয়ে নারয়াণগঞ্জে তার নানু বাড়ি থেকে ঈদ পরবর্তী বেড়ানো শেষ করে নিজ বাড়ি ফিরছিলেন ইবান। এসময় তীব্র তাপদাহের ফলে আক্রান্ত হন হিটস্ট্রোকে। পরবর্তীতে বাড়ি ফিরেও অজ্ঞান এবং অতিরিক্ত ঘামে স্বস্তিবোধ না করায় সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।

 

সদর হাসপাতালের আবাসিক মেডিকলে অফিসার ডা. মাহমুদুল কবির বাশার জানান, পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রচণ্ড রৌদ্রের মাঝে চলাফেরা এবং প্রচুর ঘামের ফলেই অজ্ঞান হয়ে যায় ইবান। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে হিটস্ট্রোক মনে হলেও তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যায়নি।

নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   আড়াইহাজার সাব-রেজিস্ট্রি অফিসে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button