সারাদেশে

আড়াইহাজারে কীটনাশক ঔষধ খেয়ে যুবতীর আত্নহত্যা

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসেরকান্দী গ্রামের হত দরিদ্র পরিবারের যুবতী কণ্যা আতিকা(২২) কীটনাশক ঔষধ খেয়ে আত্নহত্যা করেছে। বুধবার (২৩ জুন) বিকেল ৩টায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও স্বজনরা জানায়, উপজেলার খাসের কান্দী এলাকার নিরু মিয়ার কণ্যা আতিকা ফুফাতো ভাই অস্ট্রেলিয়া প্রবাসী হাবিবুর রহমার জকির এর বাড়ীতে ছোট থেকেই বড় হয়েছে। তার থাকার ঘড়ে কীটনাশক ঔষধ খেয়ে অচেতন হয়ে পরে থাকে। তার বাড়ীর আত্নীয়-স্বজনরা তাকে দেখতে না পেয়ে খোজাখোজী করলে আতিকার ঘড়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

আতিকার মৃত্যর সংবাদ পেয়ে তাকে এক নজর দেখার জন্য সকল এলাকাবাসী ছুটে আসে। এই সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়েও আতিকার স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ফিরে আসে। মাগরিব নামাজের পর জানাযার নামাজ শেষ করে পারিবারিক কবর স্থানে দাফন করে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৫
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button