--Advertisement --
জেলা সংবাদ

আড়াইহাজারে স্কুল শিক্ষিকাকে পিটিয়ে গুরুতর আহত

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার লেংগুরদী গ্রামে এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হেলেনা আক্তার (২৫) কে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িরা পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।

গত রোববার (১৭ই জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। মূমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা যায়, হেলেনা আক্তার এর নিকট আত্মীয় এলাকার মাদক ব্যবসায়ি রুহুল আমিন ওরফে পিচ্ছি রুহুল, আল আমিন ওরফে বুলেট, এবং এবাদ গংদের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ বিদ্যমান। প্রতিপক্ষরা শিক্ষিকার ক্রয়কৃত একটি সম্পত্তি জবরদখলের সময় তিনি তাতে বাধা দেন। এ সংক্রান্তে শিক্ষিকার মা নুরুন্নাহার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত করার জন্য পুলিশ যায়। তখন পুলিশের সামনেই প্রতিপক্ষরা তাকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, পুলিশের সামনে মারপিট করার বিষয়টি সঠিক নয়। তবে তিনি ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করা হবে।

আড়াইহাজারে স্কুল শিক্ষিকাকে পিটিয়ে গুরুতর আহত
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   কর্মস্থলে যোগদানের প্রথমদিন পার করলেন সংসদ হুইপ বাবু
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button