--Advertisement --
Uncategorized

আড়াইহাজারে কাঁচামাল ব্যবসায়ী হত্যার আসামী গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ছিতাইকারীর ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী মোমেন (৩২) হত্যা মামলার আসামী রাহাত (১৯) গ্রেফতার।

মঙ্গলবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ ইমরান মোল্লার আদালতে গ্রেফতারকৃত রাহাত এ জবানবন্দী দিয়েছেন বলে জানানমামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মামুন। এর আগে সোমবার রাতে আড়াইহাজার থানা পুলিশের হাতে গ্রেফতার হয় রাহাত।

গত ৭ অক্টোবর (শুক্রবার) ভোর ৪টায় আড়াইহাজার থেকে ভুলতা গাউছিয়ায় কাঁচা মাল আনার জন্য যাওয়ার পথে উপজেলার ঝাউগড়া এলাকায় অটো রিক্সার গতি রোধ করে সশস্ত্র সংঘবদ্ধ ছিনতাইকারী গ্রুপ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের আফাজউদ্দিনের ছেলে এবং স্থানীয় শালমদী বাজারের স্থায়ি কাঁচামাল ব্যবসায়ি মোমেন (৩২) কে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই নিহত মোমেনের ভাইি আলমগীর বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আড়াইহাজার থানার এস আই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে অভিযুক্ত রাহাতের এলাকা থেকে তাকে গ্রেফতার করে মঙ্গলবার কোর্টে পাঠান।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, রাহাতের স্বীকারোক্তি অনুযায়ি জড়িত সকল আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আড়াইহাজারে কাঁচামাল ব্যবসায়ী হত্যার আসামী গ্রেফতার
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত
আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button