স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা খানপাড়া গ্রামে বাবা-মাকে ঘুমন্ত অবস্থায় রেখে একা একা ঘর থেকে বেরিয়ে যায় দুই বছরের ছেলে। বাবা-মা ঘুম থেকে উঠে দেখেন বাড়ির আঙ্গিনায় প্রিয় সন্তানের লাশ।
মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটে। নিহত শিশু হালিম ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, দুপ্তারা খানপাড়া গ্রামে বাসিন্দা ইজিবাইক চালক মফিজুল রাতে তার ঘরের উঠানে নিজের একটি ইজিবাইক চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দুই বছরের শিশু হালিম ইজিবাইক চার্জ দেওয়ার শকেটে খেলার ছলে হাত ঢুকিয়ে দেয় । এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। ঘটনার সময় শিশুর বাবা-মা ঘুমে ছিলেন। ঘুম থেকে উঠে দেখে বাড়ির আঙিনায় শিশুর লাশটি পড়ে আছে।
আনিচুর রহমান মোল্লা বলেন, `এটি একটি দুর্ঘটনা ছিল। তাই নিহতের বাবা-মায়ের কোন অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্ত করা হয়েছে।`