নারায়ণগঞ্জের পূর্বাচলের লেক থেকে কলেজছাত্রী সুজানার পর তার বন্ধু কাব্যর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় কাব্যর ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল উপ-শহরের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর নিচের লেক থেকে অজ্ঞাতপরিচয়ে তার বন্ধুর মরদেহ করে পুলিশ। পরে পরিচয় শনাক্ত হয় কলেজছাত্রী সুজানার।