--Advertisement --
অপরাধদুর্ঘটনাসারাদেশে

মে‌য়ের ধাক্কায় বাবার মৃত্যু, হত্যা মামলায় মে‌য়ে আটক

 স্টাফ রির্পোটারঃ মেয়ের ধাক্কায় ই‌টের ওপর পড়ে গিয়ে আঘাত লেগে সানোয়ার হোসেন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বকশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যা মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে। পু‌লিষ অভিযান চালিয়ে অ‌ভিযুক্ত মেয়ে ববিতাকে আটক করেছে।

আলমডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে নাতিকে কুপিয়ে আহত করেন সানোয়ার হোসেন। ছেলেকে বাঁচাতে এগিয়ে যান তার মা ববিতা।

এসময় সানোয়ার তার মেয়েকেও কুপিয়ে আহত করার চেষ্টা করেন। মেয়ে তাকে ধাক্কা দিলে ইটের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান সানোয়ার। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতর স্ত্রী ঝা‌মেলা খাতুন বাদী হ‌য়ে রবিবার রা‌তেই মে‌য়ে ব‌বিতার না‌মে হত্যা মামলা দা‌য়ের ক‌রে‌ছেন। মামলার একমাত্র আসামী ববিতাকে পু‌লিশ রাতেই আটক করে।

সোমবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ আদালতের মাধ্যমে ববিতাকে জেলা কারাগারে প্রেরণ করেন।

মে‌য়ের ধাক্কায় বাবার মৃত্যু, হত্যা মামলায় মে‌য়ে আটক
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   জাতীয় নিট ডাইং শ্রমিক কর্মচারী ফেডারেশনের র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত
আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button