প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে মো. সাখাওয়াত (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। ৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভোলার তজুমদ্দিন উপজেলায় শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সাখাওয়াত চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং চাঁচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফা কামালের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে অভিযুক্ত ছাত্রদল নেতা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে চপ-পেঁয়াজু নিয়ে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে কটূক্তি করেন। পরে স্থানীয়রা তাকে দক্ষিণ সম্ভুপুর বাজারে সিটি ব্যাংকের এজেন্ট শাখায় দেখতে পেয়ে চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের মিয়াকে খবর দেন।
চেয়ারম্যান ঘটনা জেনে তাকে পুলিশের হেফাজতে দেন। চাঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের মিয়া দাবি করেন, ‘আটক সাখাওয়াত স্থানীয় বিএনপির কর্মী। সে ইতিপূর্বে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট ও মিথ্যা তথ্য প্রচার করেছে। তখন প্রমাণের অভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় জনতা প্রমাণসহ তাকে আটক করে আমাকে খবর দিলে আমি থানায় দেওয়ার ব্যবস্থা করি।
চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব দাবি করেন, ‘সাখাওয়াত চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত আছে। শুধু প্রধানমন্ত্রীই নয়, একজন সাধারণ মানুষকে নিয়েই কটূক্তি করলেও আমরা তা সমর্থন করি না। তবে সত্য মিথ্যা যাচাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় স্থানীয় জনতা তাকে আটক করে।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। সাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।