--Advertisement --
আড়াইহাজার উপজেলাজেলা সংবাদসারাদেশে

আড়াইহাজারে পৃথক মামলায় আটক-৫

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পুলিশ শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথক মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে।

আটককৃতরা হচ্ছেন, উপজেলার বিশনন্দী এলাকার মতিউর রহমানের পুত্র বিশনন্দী ইউনিয়ণের আওয়ামী সেচ্ছা সেবকলীগের সভাপতি আলী আব্বাছ (৪৫), ব্রাহ্মন্দী এলাকার কবির হোসেনের পুত্র হৃদয় (২৫), দুপ্তারা এলাকার করম আলীর পুত্র সোহেল (৩৯), বিশনন্দী ইউনিয়ণের বালুয়াকান্দী এলাকার মোহর আলীর পুত্র ইদ্রিছ আলী (৪৮) ও মাহমুদপুর ইউনিয়ণের শালমদী এলাকার ওসমানের পুত্র রূপমিয়া (৫২) ।

আড়াইহাজার থানা পুলিশ জানায়, এদের মধ্যে আলী আব্বাছ, হৃদয় ও সোহেল নাশকতা ও লুটপাটের মামলার আসামী, ইদ্রিছ বালুয়াকান্দী এলাকার শফিক হত্যা মামলার আসামী এবং রূপ মিয়া অপর একটি মামলার আসামী। তাদেরকে রোববার নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজারে পৃথক মামলায় আটক-৫
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   লোভে পরে শিশু অপহরণ, স্বামী-স্ত্রী গ্রেফতার
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button