জাতীয়জেলা সংবাদ

নারায়ণগঞ্জ আমাদের জন্য গুরুত্বপূর্ণ: শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। এক সময় নারায়ণগঞ্জ আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের সংগঠনের দিক দিয়েও জেলাটি গুরুত্ব অনেক।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার (১০ অক্টোবর) দুপুরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘তাই আমরা উপলদ্ধে করেছি, নারায়ণগঞ্জবাসীর জীবনকে আরও সহজ করা দরকার। সে কথা মাথায় রেখেই আমরা শীতলক্ষ্যা নদীর উপর তৃতীয় সেতু নির্মাণ করলাম। এ নদীর উপরে আরও ২টি সেতু নির্মাণ করেছি। শীতলক্ষ্যা ১ ও ২, সে গুলোও আমার হাতেই হয়েছে। ৩ নম্বরটিও করলাম। মুক্তারপুর সেতু, সেটিও আমার সরকারের সময় করা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ ঢাকা শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা এমন ভাবে গড়ে উঠেছে। এ সেতুর ফলে এখন ঢাকা শহরে যেতে হবে না। পদ্মা সেতু পাড়ি দিয়ে চট্টগ্রাম ও সিলেট যেতে পারবে, এতে ঢাকার ভিতরেও যানজট কম হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুষ্ঠান সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী সেতু দুটির ওপর সংক্ষেপে বর্ণনা দেন। পরে সেতু প্রকল্পগুলোর ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

আরও পড়ুন >   আড়াইহাজারে ‘বন্ধন ৯১’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ সময় নারায়ণগঞ্জে সেতুর পূর্ব প্রান্তি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নব-নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই।

এ ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ প্রমুখ।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button