
মোঃ এফরান আলীঃ মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আড়াইহাজার রূপগঞ্জ সোনারগাঁও শিল্পাঞ্চল শাখা কমিটি জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্দেগ্যে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’-মহান মে দিবসের এ প্রতিপাদ্যের আলোকে
১ মে সোমবার রূপগঞ্জ উপজেলার তারাবো বরপা এলাকায়, সোনারগাঁও উপজেলার কাঁচপুর ও মদনপুর এলাকায়, আড়াইহাজার উপজেলার পুরিন্দা বান্টি এলাকায় এই সংগঠনের উদ্দেগ্যে র্যালী ও পথসভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ এফরান আলী, সভাপতি জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন। পথসভা ও র্যালী পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ খান।
এসময় উপস্থিত ছিলেন, জাকির হোসেন, জামান মোল্লা, ইমরুল কায়েস দিলু, ফৌজিয়া ইয়াসমিন পপি সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ।