--Advertisement --
অপরাধ

আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতী (২৩)কে ধর্ষণের অভিযোগে উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (৫ এপ্রিল) একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এর আগে রাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতা নারী।

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার লাখুপুরার মৃত জসিন উদ্দিনের ছেলে মামুন কাজীর (৩০) সাথে একই স্পিনিং মিলে চাকুরির সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে উঠে যুবতীর। পরে বিয়ের প্রলোভনে তাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে মামুন। গত ২৯ মার্চ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তাকে সর্বশেষ বিয়ের প্রলোভনে জোর করে অজ্ঞাত ব্যক্তির বাসায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে বিয়ের কথা বললে তাকে বিয়ে করবেনা বলে জানিয়ে দেয়।

আড়াইহাজার থানার ওসি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমাদের পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। আমরা খুব শীগ্রই আসামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো।

আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   ছিনতাই-ডাকাতি বেড়েছে, আইনশৃঙ্খলার নাজুক অবস্থা, পরিস্থিতি কবে ঠিক হবে কি ২০২৪ সালে।
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button