--Advertisement --
জেলা সংবাদ

নারায়ণগঞ্জ পাট শ্রমিক সমিতির সধারণ সভা

সাপ্তাহিক আড়াইহাজার: নারায়ণগঞ্জ জেলা পাট শ্রমিক সমিতির (রেজি:নং-ঢাকা-৩৮২) সধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের আলী আহমদ চুনকা পাঠাগার মিলনায়তনে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক ইয়াছমিন আক্তার উপস্থিত সকলের উদ্দেশে বলেন, যদি কোন বাধা না থাকে এবং বর্তমান কমিটির উপরে যদি আপনাদের অনাস্থা থাকে তাহলে নির্বাচন দিয়ে নতুন কমিটি করা হবে। উপস্থিত সকলের মতামত ও সিদ্ধান্ত বৃত্তিতে পুনরায় বর্তমান কমিটি বহালের ঘোষনা দেন তিনি।

নারায়ণগঞ্জ পাট শ্রমিক সমিতির সভাপতি এফ এম আক্কাছ আলীর সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পাট শ্রমিক সমিতির সহ-সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মৃধা, দপ্তর সম্পাদক নুর”জ্জান, কোষাদক্ষ্য আলমগীর হোসেন, জয়নাল আবেদীন জনি, সোহেল সুকুম, নির্বাচনী সাফ কমিটির চেয়ারম্যান শাহজালাল, সদস্য আলমগীর মিয়া, আল মামুন প্রমূখ।

নারায়ণগঞ্জ পাট শ্রমিক সমিতির সধারণ সভা
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   আড়াইহাজারে ‘বন্ধন ৯১’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button