--Advertisement --
Uncategorized

আড়াইহাজারে বিএনপির বিরুদ্ধে জামায়াতের দুই কর্মীকে মারধরের অভিযোগ

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বান্টি এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে জামায়াতের দুই নেতা-কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় জামায়াতের সাতগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মোবারাক হোসাইন সোহান ও কর্মী মো. সোহান মিয়া আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার পর জামায়াত নেতা মোবারাক হোসাইন সোহান জানান, আগামী শনিবার জামায়াতে ইসলামীর উদ্যোগে বান্টি বাজারে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর জামায়াত আমীর মাওলানা আবদুল জব্বার উপস্থিত থাকার কথা। এই সম্মেলন নিয়ে কিছুদিন ধরে স্থানীয় বিএনপির কর্মীরা তাদের হুমকি দিচ্ছিল এবং সম্মেলন না করার জন্য চাপ প্রয়োগ করছিল। বৃহস্পতিবার দুপুরে কিছু জামায়াত কর্মী দাওয়াতী কাজ করার সময় বিএনপির রিপন ও মাখনসহ ৭-৮ জন তাদের ওপর হামলা চালায়।

জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা হামলার ঘটনাটি নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “আমরা কর্মী সম্মেলন আয়োজন করেছি, এটি আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের সম্মেলনে বাধা দেওয়া দুঃখজনক। আমরা এ বিষয়ে দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ব্যবস্থা নেব।”

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানিয়েছেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিএনপি কর্মী রিপন জানিয়েছেন, জামায়াতের সাথে তাদের কোনো সমস্যা ছিল না, এবং এটি একটি ভুল বোঝাবুঝি ছিল।

আরও পড়ুন >   আড়াইহাজারে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

উল্লেখ্য, এর আগে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আড়াইহাজারে বিএনপির বিরুদ্ধে জামায়াতের দুই কর্মীকে মারধরের অভিযোগ
সাপ্তাহিক আড়াইহাজার

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button