রাজনীতি

কৃষকের ধান কেটে মাড়াই করে দিচ্ছে আড়াইহাজার বিএনপি অঙ্গসংগঠন

স্টাফ রির্পোটাার: নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়ণের দাসিড়দীয়া এলাকার এক হতদরিদ্র কৃষক জহিরুল ইসলাম জহির এর জমির বোরো ধান কেটে ও মাড়াই করে দিয়েছে আড়াইহাজার থানা বিএনপির অঙ্গসংগঠন নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তা বাদী বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশনায় দেশের সকল জেলার নেতাকর্মীরা সাধারণ কৃষকদের ভরা মৌসুমে বোরো ধান কাটা জন্য কেন্দ্রীয় কমান্ড আদেশ নির্দেশে সারাদেশে দলীয় নেতাকার্মীদের নিজ নিজ এলাকায় কৃষকদের ধান কাটা ও মাড়াই করার কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার ১১মে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা নজরুল ইসলাম আজাদ এর নির্দেশে উপজেলার দাসিড়দীয়া এলাকার কৃষক জহিরের জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে আড়াইহাজার থানা বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাতিঁদল সহ দলের নেতাকর্মিরা।

উক্ত বোরো ধান কাটা ও মাড়াই করায় অংশ গ্রহন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, থানা যুবদলের আহ্বায়ক সভাপতি জুয়েল আহম্মেদ জুয়েল, যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, থানা সাবেক বিএনপি নেতা হাবিব আহম্মেদ, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজল হোসেন ভূইয়া, বাদশাহ মিয়া, আসাদ, মোতাহার হোসেন রাফেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের আহ্বায়ক ‍কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক আব্বাস আলী, থানা শ্রমিক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, মাহবুব মোল্লা, অপু ভূইয়া, বশির আহম্মেদ প্রমূখ্য।

ঐসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, পৌর যুব দল আহবায়ক সাবেক ভিপি কবির হোসেন, মাহবুব মোল্লা প্রমূখ্য।

আরও পড়ুন >   আড়াইহাজার থানায় রিজভী-আজাদ সহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button