--Advertisement --
অপরাধআড়াইহাজার উপজেলাসারাদেশে

আড়াইহাজারে ৯২ কেজি গাঁজা সহ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিষনন্দি ফেরিঘাট এলাকায় এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী।

রবিবার (২০ নভেম্বর) আড়াইহাজার উপজেলার বিষনন্দি ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯২ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ এবং ১টি মোবাইল ফোনসহ মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ৮৭০ টাকা জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃত যুবকের নাম মো. আব্দুল আলীম (৩৩)। সে টাঙ্গাইল ধনবাড়ি উপজেলার ডিকেন্দুয়ার কয়া, ১নং বীরতারা ইউপির মো. আব্দুল সামাদ মিয়ার ছেলে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় পিকআপ ভ্যান যোগে গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আড়াইহাজারে ৯২ কেজি গাঁজা সহ যুবক আটক
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   জেএমবির পলাতক আসামি ৭ বছর পর গ্রেফতার
আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button