--Advertisement --
রাজনীতি

আড়াইহাজারে জামায়াতের ইফতার মাহফিলে বিএনপির বাধার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ মার্চ) মাহমুদপুর ইউনিয়নের কল্যন্দী মোল্লাপাড়া জামে মসজিদের সামনে এই আয়োজনের কথা ছিল।

জামায়াতের উত্তর আড়াইহাজার উপজেলার আমীর মাওলানা মনিরুল ইসলাম জানান, মাহমুদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পূর্বনির্ধারিত ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে মসজিদের সামনে প্যান্ডেল সাজানো হয়।

তাঁর অভিযোগ, ইফতারের প্রায় ৪০ মিনিট আগে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর নির্দেশে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার ও কয়েকজন কর্মী এসে প্যান্ডেল খুলে নিতে বলেন। এতে উপস্থিত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে সরে যান। পরে জামায়াত নেতারা মসজিদের ভেতরে সংক্ষিপ্ত পরিসরে ইফতার সম্পন্ন করেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা।

এ বিষয়ে জামায়াত নেতা মোতাহার হোসেন বলেন, “নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই আমাদের ইফতার আয়োজনে বাধা দেওয়া হয়েছে। এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, “বিষয়টি আমরা শুনেছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আড়াইহাজারে জামায়াতের ইফতার মাহফিলে বিএনপির বাধার অভিযোগ
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   আড়াইহাজারে এমপি বাবুর নেতৃত্বে অবরোধবিরোধী শান্তি মিছিল
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button