--Advertisement --
আড়াইহাজার উপজেলাঅপরাধসারাদেশে

আড়াইহাজারে জুয়ার আসর থেকে ১৫ জুয়ারিকে আটক

স্টাফ রির্পোটারঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকায় ১৫ জুয়ারিকে আটক করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) ভোরে প্রভাকরদী এলাকার জুয়ার আসর থেকে তাদের আটক করার হয়।

এসময় জুয়ায় ব্যবহৃত ওরনা, একশ’ ৫০ পিস তাস ও নগদ ১৫ হাজার ৫শ’ ৮০ টাকা জব্দ করে। এ ব্যপারে পুলিশের এস আই নুরে আলম সিদ্দিকী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

আটককৃত জুয়ারীরা হলো, উপজেলার প্রভাকরদী গ্রামের বাবুল মিয়া (৪৫), রাকিব মিয়া (২২), বাবুল মিয়া (৪৫), বেনু মিয়া (৫০), কাওসার মিয়া (২৬), মো. সোমন (৩১), মানিক মিয়া (৩৩) , শামীম মিয়া (৩৫), সাবুল মিয়া (৪৫), ইসমাইল হোসেন (৫৪), রেদোয়ান হক (২৫), শামীম মিয়া (২৮), সোহবার মিয়া, রামচন্দ্রদী গ্রামের সুজন মিয়া ও সত্যভান্দি গ্রামের হারছুল হক।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার বিকেলে নারায়ণগঞ্জে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

আড়াইহাজারে জুয়ার আসর থেকে ১৫ জুয়ারিকে আটক
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   আড়াইহাজারে চাঁদা না দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button