অপরাধআড়াইহাজার উপজেলা

আড়াইহাজারে চেক জালিয়াতির সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পুলিশ একটি চেক জালিয়াতির মামলায় ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী জাকির হোসেনকে(৪৫) গ্রেফতার করেছে।

গত শুক্রবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য দেলোয়ার হোসেনের বড় ভাই। তার পিতার নাম মৃত শাহজাহান বেপারী। তাকে গ্রেফতারের পর ছাড়িয়ে নিতে দিনভর চলে ছাত্রলীগ নেতার তদবির।

পুলিশ জানায়, ২০১৯ সালের স্ক্যান সিমেন্ট কোম্পানীর দায়েরকৃত একটি চেক জালিয়াতির মামলায় নারায়ণগঞ্জ আদালত তাকে ৬ মাসের সাজার আদেশ দেন। তখন থেকে তিনি গ্রেফতার এড়িয়ে পলাতক ছিলেন। শুক্রবার রাতে ওই মামলার গ্রেফতারী পরওয়ানা বলে থানার এস আই নূর এ আলম গোপনে তার অবস্থান সমপর্কে নিশ্চিৎ হয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, দীর্ঘ দিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে পেরেছে। তাকে শনিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন >   ছিনতাই-ডাকাতি বেড়েছে, আইনশৃঙ্খলার নাজুক অবস্থা, পরিস্থিতি কবে ঠিক হবে কি ২০২৪ সালে।
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button