আড়াইহাজার উপজেলাজেলা সংবাদদুর্ঘটনা

আড়াইহাজারে পানিতে ডুবে ১১ বছর বয়সী শিশুর মৃত্যু

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাড়ির সামনে খেলার সময় ডোবায় পড়ে পানিতে ডুবে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী গ্রামে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত শ্রাবন্তী আক্তার ওই গ্রামের সাইফুল ইসলামের সন্তান। স্থানীয় একটি ক্বওমী মাদরাসায় পড়তো শিশুটি। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব।

স্বজনরা জানান, দুপুরে বাসার সামনে একটি ডোবার পাশে খেলছিল শিশুটি। খেলতে খেলতে সে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর এক বান্ধবী এসে পরিবারের লোকজনকে জানালে তারা ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন >   আড়াইহাজার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী স্থানে আনন্দ ভ্রমন
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button