--Advertisement --
অপরাধ

আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রোজিনা আক্তার রোজি (স্টাফ রিপোর্টার): আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নামের কাচাঁমাল ব্যবসায়ী নিহত হয়েছে। ব্যবসায়ীর নাম মোমেন মোল্লা (৩১)। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি সালমদী বাজারে কাচাঁমালের ব্যবসা করতেন।

সরেজমিনে গিয়ে জানায়ায়, প্রতিদিনের মত মোমেন শুক্রবার ভোরে অটো দিয়ে কাঁচামাল আনার জন্য ভুলতা যাচ্ছিল। এই সময় তিনি ঝাউগড়া পৌঁছলে ৩/৪ জনের ছিনতাইকারীর দল অটোটির গতিরোধ করে মোমেনকে সাথে টাকা পয়সা দিতে বলে। মোমেন টাকা দিতে অস্বীকার করলে ছিনতাই কারীরা তাকে ছুরিকাঘাত করে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত )মনজুরুল মোর্শেদ  জানান, মোমেন ঝাউগড়া পৌঁছলে ৩/৪ জনের ছিনতাইকারীর দল গাড়িটি (অটো) গতিরোধ করে মোমেনকে সাথে টাকা পয়সা দিতে বলে। মোমেন টাকা দিতে অস্বীকার করলে ছিনতাই কারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে তার বুকের বাম পাশে আঘাত পান। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   কিছুতেই হাসি থামছিল না গাঁজা ব্যবসায়ীর
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button