নির্বাচন

গোপালদীতে নৌকার প্রার্থী ‘হালিম সিকদারের হ্যাট্রিক জয়

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভার নির্বাচনে আবার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হালিম সিকদার ৷ বুধবার (২১ জুন) নির্বাচনের পর পাওয়া বেসরকারি ফলাফলে হালিম সিকদার ১৫ হাজার ১৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারকেল গাছ প্রতীকের তানভীর আহমেদ পেয়েছেন ২ হাজার ৯৯৩ ভোট। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ৷

বুধবার (২১ জুন) সকাল আটটায় পৌরসভার নয়টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ শুরু হয়৷ ভোটগ্রহণের চলে বিকেল চারটা পর্যন্ত৷

নির্বাচনে মেয়র পদে জগ প্রতীকের আবুল মনসুর ১ হাজার ৭৬৬ ও মোবাইল ফোন প্রতীকের মনিরুজ্জামান ৮৩৭ ভোট পেয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়েছেন। প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে যাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম ফারুক হাতপাখা প্রতীকে ৩৩৯ ভোট পেয়েছেন। এই নির্বাচনে ৬৪.৭৯ শতাংশ ভোট পড়েছে।

গোপলদী পৌরসভায় মোট ভোটার ৩৫ হাজার ৬০৬ ভোট। এরমধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৫৬৬ এবং নারী ভোটার ১৭ হাজার ৭২। নির্বাচনে সাধারণ মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন >   আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচন করতে চায় তারা ১৪জন
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker