অপরাধ

আড়াইহাজারে চাঁদা না দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা এলাকায় একটি হিন্দু পরিবারের দুই ব্যবসায়ীকে ১০লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় কুপিয়ে রক্তাক্ত জখম করার  ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ই এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে প্রদিপ কুমার সাহা পাওয়ারলুম ফ্যাক্টরীর সামনে তাদের দুই ভাই প্রদিপ কুমার সাহা(৫৪) ও সমির কুমার সাহা(৩৯)  কে একা পেয়ে গোপালদী পৌরসভার ওলুকান্দী পশ্চিমপাড়া গ্রামের আঃ মতিন(৫০), শুক্কুর আলী মেম্বারের ছেলে মুনজুর (৪৮) নরসিংদী জেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের উত্তরচর গ্রামের পাচানীপাড়ার নুরু চোরার ছেলে জামাল ডাকাত(২৭) সহ আরো ৫-৬জন মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক-চিৎকার  শুনে আশে পাশের লোকজন আসলে সন্ত্রাসী মতিন মুনজুর সহ তাদের সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়।

আশে পাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাদের কে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্মরত ডাক্তার তাদের কে আশঙ্কাজনক দেখে তাদের কে হাসপাতালে ভর্তি করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা করা হয়নি।

এই বিষয়ে মুনজুর এর সাথে যোগাযোগ করলে তিনি জানায়, এই ঘটনার সাথে আমি জড়িত না।

আরও পড়ুন >   বিদেশ যেতে বাধা দিয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button