আড়াইহাজার উপজেলাজেলা সংবাদ

আড়াইহাজরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী এলাকায় আজিজুল (২০) নামে এক যুবক কেরির বরি খেয়ে আত্মহত্যা করছে। 

বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যা ৭ টায় এই ঘটনা ঘটে। নিহত আজিজুল আগুয়ান্দী এলাকার আব্দুল ওহাব এর ছেলে।

জানা যায়, পারিবারিক কলহের কারণে কেরির বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে আজিজুল। পরে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ  করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নেয়ার পথে রাত সাড়ে ১১ টায় আজিজুলের মৃত্যু হয়। মৃত্যুর পর আত্মীয়-স্বজন নিহতের  লাশ বাড়িতে নিয়ে আসে। পরে আড়াইহাজার থানা পুলিশ সংবাদ পেয়ে লাশ তাদের হেফাজতে নেয় ও লাশের ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন >   নারায়ণগঞ্জে দুই হাজার পরিবারের কে সাবেক এমপি আঙ্গুরের খাদ্যসামগ্রী বিতরণ
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button