স্টাফ রির্পোটার: বন্দরে ৩ ব্যাক্তিকে আটক করেছে র্যাব-৩। তাদের দাবি আটককৃতরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী। শনিবার (৮ অক্টোবর) র্যাব-৩ এই তথ্য নিশ্চিত করেন। এ সময় আটককৃতদের কাছ ৬৯৮ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো, মো. সোহেল (২৭) এবং তার দুই সহযোগী মো. আক্তার হোসেন (৪২) ও মো. আরিফুল ইসলাম (২১)।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার ভোরে বন্দর উপজেলায় অভিযান পরিচালনা করে র্যাব-৩। অভিযানে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা সোহেল ও তার দুই সহযোগীকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৬৯৮ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
তিনি জানান, আসামিরা তাদের স্বীকারোক্তিতে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল বলে জানিয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।