আড়াইহাজার উপজেলাদুর্ঘটনা

গোপালদী ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষতির পরিমাণ কত!

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২০ নভেম্বর) ভোরে গোপালদী বাজারে সিএনজি পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ২ ইউনিট ও আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ২ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই হাসান মাদবর বলেন, আগুনের ক্ষয়ক্ষতির তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ব্যবসায়ীদের দাবী আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এসময়ে আগুনে সাইদুল টেক্সটাইল, জলিল টেক্সটাইল, আলমগীর টেক্সটাইলের আংশিক, ২ টি ওয়ার্কশপ কারখানা যার মালিক রিপন ও ফজলং, সুনিলের আলমারূ তৈরির কারখানা, মটর তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে ৫ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মাধবদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হাদিউল বলেন, বিকট শব্দের মধ্য দিয়ে আগুনের সূত্রপাত ঘটে। এটা গ্যাস না বিদ্যুতের শর্টসার্কিট থেকে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুন লাগার খবর পাওয়ার সাথে আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন ও গোপালদী পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথী। এদিকে আগুণে পুড়ে সব কিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছে কারখানার মালিকরা।

আরও পড়ুন >   আড়াইহাজার বগাদী এলাকার ৪ ডাকাত আটক

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন জানান, আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে ক্ষতিগ্রস্থদের সব ধরণের সহযোগিতা করার চেস্টা করব।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button