জেলা সংবাদ

করোনায় মৃত্যুর তথ্য গোপন, নোয়াখালীতে হাসপাতাল লকডাউন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ইতালী প্রবাসীর মৃত্যুর তথ্য গোপন করার দায়ে নোয়াখালী শহরের প্রাইম হাসপাতালকে লকডাউন করা হয়েছে। আগামী ১৪ দিন এ হাসপাতাল লকডাউন থাকবে।

জানা যায়, নোয়াখালী সোনাইমুড়ীর ইতালী প্রবাসী মোরশেদ আলম (৪৫) করোনায় আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল প্রাইম হাসপাতালে ভর্তি হয়। পরে ৯ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। প্রাইম হাসপাতাল কর্তৃপক্ষ করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগের এবং পরের তথ্য গোপন করায় জনগণের সার্বিক নিরাপত্তা এবং রোগীদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৪ দিনের জন্য ওই হাসপাতালকে লকডাউন করা হয়।

একই সাথে হাসপাতালটি খালি করে জীবানুমুক্ত করাসহ সকল চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন >   অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আটক-১
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button