রাজনীতি

আড়াইহাজারে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আড়াইহাজার প্রতিনিধি: নানা আয়োজনে নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল ৩টায় আড়াইহাজার আওয়ামীলীগ কার্যালয়ে এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক লীগ আড়াইহাজার উপজেলা শাখা সভাপতি সৈয়দ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনের তিনবারের মতো নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী খোরশেদ আলম, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, ইউপি চেয়ারম্যান সহ দলের অন্যান্য নেতা কর্মী।

এসময় প্রধান অতিথি এমপি বাবু বক্তব্যে বলেন, করোনা মহামারীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের আয়োজন সীমিত করা হয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি অনুরোধ জানান এবং দলের জন্য নেতিবাচক কাজকর্ম থেকে সকলকে বিরত থাকতে অনুরোধ করেন। সেচ্ছাসেবী হিসেবে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ মনে লালন করে সকলের পাঁশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও ঘোষণা দেন।

আরও পড়ুন >   মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কম দেখানো হয়েছে: ফখরুল
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button