জেলা সংবাদ

আড়াইহাজারে সর্বাত্মক লকডাউন মানছে না জন সাধারণ

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার হাটবাজার গুলোতে স্বাস্থ্য বিধি না মেনে জন সাধারণের ভিড়, হিমসিম খাচ্ছে মোবাইল কোর্ট ও আইন শৃঙ্গলা বাহিনী। সারাদেশে কভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার প্রচার প্রচারণা করে সর্বাত্মক লকডাউন দেওয়ার পর থেকেই উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে এবং সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন ভ্রাম্যমান আদালতের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ও মাস্ক ছাড়া বাসা থেকে বের হওয়ায় বিভিন্ন ধরণের অর্থ দন্ড প্রধান করেন। এর পাশাপাশি পুলিশ প্রশাসন সচেতন মূলক মাস্ক বিতরণ, বিভিন্ন পরিবহণের চেক পোস্ট বসিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলতে বাধ্য করছেন। তারপরেও হাট বাজারে ও পাড়া মহল্লার গলি গুলোতে সকাল থেকে জন সাধারণের ভিড় জমে উঠে।

তাছাড়াও চায়ের দোকান থেকে শুরু করে অনেক দোকানীরাই দোকান খুলে ব্যবসা করে আসছে। এমনি ভাবে চলতে থাকলে কোভিড-১৯ সংক্রম আরো বাড়বে বলে মনে করছে সচেতন মহল।

আরও পড়ুন >   আড়াইহাজার উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button