আড়াইহাজার উপজেলারাজনীতিসারাদেশে

আড়াইহাজারে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত ১

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন আহত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

হামলায় আহত হাজী আব্দুল হেকিম মিয়া (৭০) কে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহনের পর ১ জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মোয়াজ্জেমকে আটক করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, বিবাদী মোয়াজ্জেম হোসেন (৪০) একজন উচ্ছৃঙ্খল ও অপরের সম্পদ লোভী প্রকৃতির লোক হওয়ায় সম্পত্তি সংক্রন্ত বিষয়ে দীর্ঘদিন যাবত হাজী আব্দুল হেকিম মিয়ার পরিবারের সাথে বিরোধ চলে আসছে এবং অকারনে ঝগড়া, মারপিট, খুন ও জখমের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

এরই ধারাবাহিকতায় ঘটনার দিন হাজী আব্দুল হেকিম মিয়া বাড়ির পাশে বাজারে গেলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও উচ্চবাক্য করতে থাকে তারা। কারন জিজ্ঞাসা করতে এগিয়ে আসলে মোয়াজ্জেম ও তার সাথীরা তাকে এলাপাতাড়িভাবে মারপিটসহ ধারালো ছুরি দ্বারা ডানপাশের ঠোটের গুরুতর কাটা রক্তাক্ত জখম করে।

ঘটনার হাজী আব্দুল হেকিম মিয়ায় সামনের দুটি দাত আঘাতপ্রাপ্ত হয়। পরে হাজী আব্দুল হেকিম মিয়ার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সুযোগ পাইলে খুন করে লাশ গুম করারা হুমকি প্রদান করে তারা চলে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন অবস্থায় থাকা হাজী আব্দুল হেকিম মিয়া, আমার উপর হামলা হয়েছে। আমি এর বিচার চাই।’

আরও পড়ুন >   আড়াইহাজারে হাত বেঁধে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে আটক-২

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, থানায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button