অপরাধ

আড়াইহাজারে চাচা-ভাতিজির পরকীয়া আটক করে গণধোলাই

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়ণের কড়ইতলা গ্রামের শহর আলীর ওরফে সহনীর পুত্র মালশিয়ার প্রবাসী মুসা মিয়ার স্ত্রী মিনু আক্তার একই গ্রামের মৃত রূপমিয়া সরকারের লম্পট পুত্র মানিক সরকার(৩২) এর সাথে রাত্রী যাপন করার সময় গ্রামবাসী তাদেরকে আটক করে গণধোলাই দিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বিশনন্দী ইউনিয়ণের কড়ইতলা গ্রামের নাছির সরকারের কণ্যা মিনু আক্তার সাথে একই গ্রামের শহর আলীর ওরফে সহনীর পুত্র মুসা মিয়ার সাথে ইসলামিক শরিয়ত মোতাবেক আনুষ্ঠানিক ভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে সন্তান রয়েছে। পারিবারিক সংসারের আয় রোজগার করার জন্য প্রায় ৭/৮বছর যাবৎ মিনু আক্তারের স্বামী মুসা মিয়া প্রবাসে রয়েছে। এই সুযোগে লম্পট চাচা মানিক সরকার ভাতিজি মিনুর সাথে পরকিয়া প্রেমের জন্য একটি মোবাইল ফোন কিনে দেয়। লম্পট চাচা এরপর থেকেই ভাতিজি মিনুর সাথে প্রায় সময়ই গাউছিয়া, বাবুর হাট, মধাবদী সহ বিভিন্ন যায়গায় বিভিন্ন কাজের ছুতায় ঘুড়তে যায় কখনো আবার বাড়ীতেও ফিরে না। তারা কয়েক মাস আগে মিনু আক্তার স্বামীর অনুমতি ছাড়া বাড়ীর লোকজন কাউকে না জানিয়ে একই গ্রামের আতাউর রহমান আতার বাড়ীতে একটি ঘড় ভাড়া নেয়। তার শ্বশুড়বাড়ীর লোকজন মিনুকে ঘড় ভাড়া করতে নিষেধ করেও ব্যর্থ হয়। এই সুযোগে মিনু আক্তারের চাচা মানিক প্রায় সময়ই ভাড়া নেওয়া বাড়ীতে রাত্রী যাপন করে। এই বিষয়টি এলাকাবাসী টের পেয়ে তাদের এই পরকিয়া সম্পর্কে বাধা সৃষ্টি করলেও তারা এই অপকর্ম চলমান রাখে। পরে গত বৃহস্পতিবার গভির রাত্রে এলাকাবাসী ভাড়া নেওয়া ঘড় থেকে আটক করে তাদের একত্রে টেনে হিছড়ে বের করে গণধোলাই দেয়। পরে দুই পক্ষের আত্নীয়-স্বজনরা সুষ্ঠ বিচার সমাধান করার জন্য তাদের কে ছাড়িয়ে নিয়ে যায়।

এই বিষয়ে মানিক সরকারের সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করলে তিনি যায়, আমার ভাতিজি মিনু ঘড়ে একা থাকে, তাই আমি তার সাথে গ্রায় সময় থাকি।

আরও পড়ুন >   আড়াইহাজারে পাটজাত মোড়ক ও মাস্ক ব্যবহার না করায় ব্যবসায়ীদের জরিমানা

মিনুর সাথে যোগাযোগ করার চেষ্ঠা করে তার বাসায় গিয়েও তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। এই বিষয়ে কড়ইতলা গ্রামের নব-নিবার্চিত মেম্বার মো: ইকবাল হোসেন ও সাবেক মেম্বার আবুল নেওয়াজ তাদের সাথে আলাপ করলে তারা জানায়, আমাদের গ্রামের বিষয়টা আমরা গ্রামেই সমাধান করবো।

এই বিষয় নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হচ্ছে।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker