আড়াইহাজার উপজেলা

আড়াইহাজারে ১৫ লাখ টাকার ইয়াবাসহ কৃষি অফিসার ও তার স্বামী আটক

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মার্কাজ মসজিদ সংলগ্ন থারী বাড়ী মোড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকার দিয়ে ইয়াবা পাচারকালে পুলিশ ওই তিনজনকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলো, আড়াইহাজার উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার শানু(৪২), তাঁর স্বামী মোতাহার হোসেন সেলিম(৪৫) ও প্রাইভেটকার চালক আজিজুল হক(৩০)।

পুলিশ জানায়, একটি প্রাইভেটকারে মাদক পাচার হচ্ছিল বলে সংবাদ পাওয়া যায়। ওই খবরে পুলিশের একটি টিম অভিযান চালায়। সন্দেহজনক গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে পাঁচ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। সাথে সাদা রঙের একটি প্রাইভেট কার আটক করা হয়, ঢাকা মেট্রো-গ ৩১২৭৮৪।

কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, আমরা তিন বান্ধবী ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। ফেরার পথে দুই বান্ধবীকে নামিয়ে বাড়ি ফিরছিলাম। সন্ধ্যার কিছু আগে আমার স্বামী সেলিম ফোন করে জানান, তিনি যাত্রাবাড়ী আছেন, তাঁকে যেন নিয়ে যায়। তবে তাঁর সঙ্গে কী ছিল না ছিল জানা নেই। এক বছর ধরে তাঁর সঙ্গে আমার তেমন যোগাযোগ ছিল না। সম্প্রতি তিনি ভালো হয়ে গেছেন বলে আমার কাছে অঙ্গিকার করে কান্নাকাটি করেছেন। এ ঘটনায় আমি জড়িত নই। সেলিম আমাকে ও গাড়ির চালককে ফাঁসিয়ে দিয়েছেন।

আরও পড়ুন >   আড়াইহাজারে দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

এছাড়াও এলাকাবাসি সূত্রে জানা যায়, সেলিম দীর্ঘদিন যাবত তার নিজ বাড়িতে মাদক ব্যবসা করে আসছে। বিভিন্ন সময় মাদক মামলায় জেল গিয়েছে, জামিন পেয়ে সে আবারও পুনরায় মাদক ব্যবসা করছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, পাঁচ হাজার ইয়াবাসহ একটি প্রাইভেটকার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সরকারি কর্মকর্তা আছেন। এ ঘটনায় তদন্ত না করে কোনো মন্তব্য করা যাচ্ছে না।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button