জাতীয়জেলা সংবাদরাজনীতিসারাদেশে

আড়াইহাজারে শ্রমিকলীগের উদ্দেগ্যে মে দিবস পালিত

মোঃ এফরান আলীঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’-মহান মে দিবসের এ প্রতিপাদ্যের আলোকে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আড়াইহাজার উপজেলার শ্রমিকলীগের বিশনন্দী শাখার উদ্দেগ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মে) ১২ টায় মানিকপুর বাজার থেকে বিশনন্দী ফেরীঘাট এলাকা সহ বিভিন্ন এলাকায় পথ শোভাযাত্রা করেন, বিশনন্দী বাজারে এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে র‍্যালীটি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশনন্দী ইউনিয়ণের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও র‌্যালী টি পরিচালানা করেন বিশনন্দী ইউনিয়ন সভাপতি আব্দুল আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, শাহপরান মোল্লা, আক্তার হোসেন সহ ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভার শ্রমিকলীগের সভাপতি, সাধারাণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।

পরে বক্তারা বলেন, মাঠে-ঘাটে কলকারখানায় খেটে খাওয়া শ্রমজিবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা এ দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা।এদিন শ্রমিকরা আটঘন্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছেলেন।

সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রুপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে। একলাখ পঁচাশি হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝন্ডা হাতে সমাবেত হন সেখানে।বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ শ্রমিক প্রাণ হারান।

আরও পড়ুন >   আড়াইহাজারে রেকারের ধাক্কায় পুলিশ কর্মকর্তা গুরুতর আহত

অন্যদিকে হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে উঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্য আন্দোলনের মুখে শ্রমিকদের,দৈনিক আটঘন্টা কাজের দাবি মেনে নিতে বাধ্যহয় যুক্তরাষ্ট্র সরকার।

পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ ‘মে দিবস’ হিসেবে পালন করতে শুরু করে।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button