অপরাধআড়াইহাজার উপজেলাজেলা সংবাদসারাদেশে

আড়াইহাজারে শিশু ধর্ষণের পর হত্যার আসামীর মৃত্যুদণ্ড

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অপরাধে নাইমুর রহমান নামের এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ এবং আসামি নাইমুরকে এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

অন্যদিকে মরদেহ গুম করায় আসামি নাইমুরের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত নাইমুর বরগুনার লতাবাড়িয়া এলাকার মো. আব্দুল জাব্বারের ছেলে। দণ্ডপ্রাপ্ত নাইমুর ভুক্তভোগী শিশুর পার্শ্ববর্তী বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০২১ সালের ২৪  সেপ্টেম্বর দায়ের করা মামলায় আদালত এ রায় ঘোষণা করেছেন। রায়ের ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর নাইমুর শিশুটিকে আইসক্রিম ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন। আসামি নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন শিশুকে ধর্ষণের পর হত্যা করেছেন। মামলার বাদীপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন >   আড়াইহাজারে সংঘর্ষের ঘটনায় নিহত-১, পুলিশকে দায়ী করছেন নিহতের স্ত্রী
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button