আড়াইহাজার উপজেলাঅপরাধসারাদেশে

আড়াইহাজারে মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিজয়নগর দড়িগাঁও গ্রামে ভাত দিতে দেরী হওয়ায় মা পারভীনকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই ঘটনায় পুলিশ ছেলে মোহাম্মদ বেলায়েতকে  (২২)  আটক করেছে।  বেলায়েত বিজয়নগর গ্রামের রোশন আলীর ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, সোমবার জমি থেকে কৃষি কাজ শেষ করে বাসায় ফিরে মায়ের কাছে ভাত চান বেলায়েত। দিতে একটু দেরি হওয়ায় মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সে। এক পর্যায়ে মা পারভীনকে কাঠের লাঠি দিয়ে এলোপতাড়ি পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকেদের সহায়তায় পারভিনকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। ঘটনার পরদিন মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হত্যাকান্ডের পর অভিযান চালিয়ে বেলায়েতকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক  জিজ্ঞাসাবাদে বেলায়েত ঘটনা স্বীকার করেছেন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button