আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারের কিস্তির টাকা তুলে তিন চাকার অটোরিকশা কিনেছিলেন বাবুল নামে এক ব্যক্তি, তার স্বাবলম্বী হবার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে চোর। এখন স্বাবলম্বী হবার বদলে কিস্তি পরিশোধের দুশ্চিন্তা চেপে বসেছে তার মাথায়।
গোপালদী পৌরসভার ইউসুফ আলী মুন্সীর ছেলে বাবুল (৪০) কিস্তির টাকা তুলে তিন চাকার অটোরিকশা কিনেছিলেন। অটোরিকশা চালিয়ে নিয়মিত কিস্তির টাকা পরিশোধের পাশাপাশি ভালোই চলছিল তার সংসার। এর মধ্যে শনিবার (১৫ জুলাই) দুপুরে রামচন্দ্রদী মসজিদের বাইরে অটোরিকশাটি রেখে নামাজ পড়তে যান বাবুল। নামাজ শেষে বেরিয়ে এসে দেখেন তার অটোরিকশাটি চুরি হয়ে গেছে। এরই মধ্যে দুচোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
বাবুল জানান, অনেক কষ্ট করে কিস্তির টাকা তুলে নিজে একটি অটোরিকশা কিনে চালাতাম। নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করে আসছিলাম। এখন অটোরিকশাটি চুরি হয়ে যাওয়ায় একদিকে পরিবার অন্যদিকে কিস্তির টাকা কিভাবে কি করবো বুঝতে পারছিনা।
বিষয়টি জানাতে পেরেছেন জানিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, অটোরিকশাটি খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।