অপরাধ

আড়াইহাজার নেশার টাকা জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের নেশার টাকা দিতে না পারায় নিজের স্ত্রীকে দুই দিন ব্যাপী ঘরে তালাবদ্ধ করে খূঁটির সাথে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে এক মাদকসেবির বিরুদ্ধে। এ বিষয়ে নির্যাতিতা স্ত্রী তাসলিমা আক্তার (৩৩) বাদী হয়ে সোমবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে এমন ঘটনা ঘটেছে।
পুলিশ অভিযোগ পাওয়ার পরপর অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

অভিযোগের সূত্রে জানা যায়, ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের মৃত হানিফ ভূঁইয়ার ছেলে বিল্লালের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে তাসলিমা আক্তারের ১৬ বছরের বিবাহিত সংসার। সংসার জীবনে তাদের ৪ টি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দেখা যায় , বিল্লাল একজন মাদকসেবি। সে স্ত্রী সন্তানদের ভরণ পোষণ না দিয়ে বরং নেশার টাকার জন্য প্রতিনিয়ত স্ত্রী তাসলিমা আক্তারকে, এমন কি তার ষাটোর্ধ বৃদ্ধা মা ফাতেমা বেগমকেও শারিরীক ভাবে নির্যাতন করে এবং নেশার টাকা না দিলে তাদেরকে মেরে ফেলার হুমকী দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৮ টা থেকে সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ৮টা পর্যন্ত দুই দিন ব্যাপী বসত ঘরে তালাবদ্ধ করে এবং ঘরের খূঁটির সাথে শিকল দিয়ে বেঁধে রেখে স্ত্রী তাসলিমা আক্তারের উপর অমানুষিক ভাবে দৈহিক নির্যাতন চালায় বিল্লাল। পরে সোমবার সকাল ৮টায় শ্বাশুড়ী ফাতেমা বেগম এলাকার গন্যমান্য লোকজনকে ডেকে এনে তাসলিমাকে নির্যাতনের কবল থেকে উদ্ধার করে থানায় পাঠায়।

আড়াইহাজার থানার ডিউটি অফিসার এস আই শহিদুল জানান, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার প্রকৃয়া চলছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে চেক জালিয়াতির সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker