খেলাধুলা

আঞ্চলিক ক্রিকেটের নীতিমালা পাশ হয়েছে: বিসিবি’র পরিচালক টিটু

স্টাফ রির্পোটার: বহুদিনের আলোচনার বিষয় এখন সত্যি হওয়ার পথে। ক্রিকেটকে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দিতে চলতি বছরের ১৯ জুলাই সাতটি আঞ্চলিক ক্রীড়া সংস্থার নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আঞ্চলিক ক্রীড়া সংস্থার কার্যক্রম বাস্তবায়নের জন্য বিসিবি গঠনতন্ত্রে সংস্কার আনার প্রস্তাব জাতীয় ক্রীড়া পরিষদের কাছে পেশ করা হয়।

সোমবার (৩ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির গঠনতন্ত্র সংস্কারের বিষয়টি অনুমোদন করেছে। এর মধ্যে দিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল এবং রংপুরে ক্রীড়া সংস্থা আনুষ্ঠানিকভাবে চালু করার পথ খুলে গেল।

বিসিবি’র পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানান, বোর্ড মিটিংয়ে আঞ্চলিক ক্রিকেট নিয়ে কথা হয়েছে। সেই মিটিংয়ে একটা খসড়া নীতিমালা উপস্থাপন করা হয়েছে এবং সেটি পাশ করানো হয়েছে বোর্ড মিটিংয়ে। এছাড়া একটা নতুন কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে তারা পূণাঙ্গ নীতিমালা তৈরী করবে। এটি তৈরী হয়ে গেলে আঞ্চলিক ক্রিকেট সংস্থার কার্যক্রম গঠন হবে এবং কার্যক্রম চালু হবে।

আরও পড়ুন >   কখনো চিন্তা করিনি ট্রিপল সেঞ্চুরি করব : তামিম
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button