জেলা সংবাদ

আড়াইহাজারে ৭কেজি গাজাঁ ও ফেন্সিডিলসহ আটক-৩

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় সাড়ে ৭ কেজি গাঁজা ও ৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (২৫ অক্টোবর) আড়াইহাজারের সাদারদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক কৃতরা হলো- মো. জুয়েল বাহার (১৯), মো. আবু সালেহ ওরফে জীবন (১৯) ও মো. সোরাপ মিয়া (২০)। জুয়েল বাহার কুমিল্লার মুরাদনগরের প্যাক দেওরা এলাকার হিরন বাহারের ছেলে, মো. আবু সালেহ ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগরের নল গুরিয়া এলাকার সোলাইমানের ছেলে এবং সোরাপ মিয়া ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগরের সিঙ্গারবিল এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে।

র‌্যাব-১১ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে আড়াইহাজার থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনায় ৬২ জনের নামে মামলা
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button