--Advertisement --
জেলা সংবাদ

আড়াইহাজারে ৮কেজি গাঁজা সহ আটক-৩

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দি ফেরী ঘাট সংলগ্ন চৈতনকান্দা নয়াপুর গ্রামে দুই নারীসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঐ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা, একটি নম্বর বিহীন সিএনজি ও সিমসহ আইকন নামের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৮ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ ওবায়দুল কবিরের নেতৃত্বে বিশনন্দি ফেরী ঘাট সংলগ্ন চৈতনকান্দা নয়াপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা জেলার মুরাদনগর থানার মো.আবুল কাশেমের মেয়ে তাছলিমা আক্তার (২৬), ফয়েজ মিয়ার মেয়ে বিউটি আক্তার (৩৫), বাঞ্ছারামপুর থানার সোনারামপুর হাটখোলা এলাকার আশরাফুল (২৩)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ ওবায়দুল কবির জানান, ফেরী ঘাট থেকে পশ্চিম দিকে একটি নম্বর বিহীন সিএনজি আমাদেরকে ক্রস করে যাচ্ছিল। আমাদের সন্দেহ হলে সিএনজি টির গতিরোধ করে তাদের তল্লাশি করি। ওই সময় তাদের তল্লাশী চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করি। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আড়াইহাজারে ৮কেজি গাঁজা সহ আটক-৩
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button