--Advertisement--
Uncategorized

আড়াইহাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে টহল পুলিশের গাড়ির ধাক্কা, আহত ৭ জন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের খুঁটির সাথে টহল পুলিশের গাড়ির ধাক্কায় ৬ পুলিশ সদস্য ও চালক আহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) ভোর চারটার দিকে ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে কনস্টেবল সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, আল আমিন, আজীজ এবং চালক আরাফাত ইসলাম টহল শেষে থানায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বগাদী এলাকায় পৌঁছালে তাদের বহনকারী লেগুনা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়, এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পরপরই আড়াইহাজার থানার অপর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় কনস্টেবল সাইফুল ইসলামের কপালে গুরুতর আঘাত লাগে, কনস্টেবল আল আমিনের সামনের একটি দাঁত ভেঙে যায় এবং চালক আরাফাত ইসলামের ডান পায়ে হাঁটুর নিচে কাটা জখম হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় যথাক্রমে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আড়াইহাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে টহল পুলিশের গাড়ির ধাক্কা, আহত ৭ জন
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   আড়াইহাজারে বিএনপির বিরুদ্ধে জামায়াতের দুই কর্মীকে মারধরের অভিযোগ
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পড়ুন
Close
Back to top button