
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে দায়েরকৃত মামলা থেকে স্বামীর নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মার্চ) রাতে ভুক্তভোগী নারী (৩৫) থানায় মামলা দায়ের করেন। পুলিশ প্রধান আসামি মো. জালাল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জালাল হোসেন ভুক্তভোগীর স্বামীর চাচাত ভাই। ২০২৪ সালে পারিবারিক কলহের ঘটনায় আড়াইহাজার থানায় দায়ের হওয়া এক মামলায় ভুক্তভোগীর স্বামীকে প্রধান আসামি করা হয়। ওই মামলা থেকে স্বামীর নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে জালাল ভুক্তভোগীর সঙ্গে ফোনে যোগাযোগ করে এবং সম্পর্ক গড়ে তোলে।
এরপর গত ১৫ ফেব্রুয়ারি বাড়িতে একা পেয়ে জালাল প্রথমবার ধর্ষণ করে। পরে মামলাটি খারিজ করে দেওয়ার নাম করে ভুক্তভোগীকে নরসিংদীর একটি হোটেলে নিয়ে যায় এবং পুনরায় ধর্ষণ করে। সেই মুহূর্তের ভিডিও মোবাইলে ধারণ করে জালাল। এরপর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে একাধিকবার ব্ল্যাকমেইল করে এবং পুনরায় ধর্ষণ করে। একপর্যায়ে, মামলাটি না করার শর্তে স্ট্যাম্প পেপারে স্বাক্ষর নেওয়া হয়।
পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় নিরুপায় হয়ে ভুক্তভোগী থানায় মামলা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন—
- মো. জালাল হোসেন (৪০)
- মো. সেলিম (৪২)
- মো. সোহেল (৩৫)
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, “এই ঘটনায় মামলা হয়েছে এবং প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”