জেলা সংবাদ

নারায়ণগঞ্জে ছিনতাইকারীকে গাছে ঝুলিয়ে নির্যাতন

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ জেলার চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক যুবককে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত গাছের সঙ্গে বাঁধা অবস্থায় রয়েছে। এ সময় উত্তেজিত কয়েকজন তাকে লাথি ও ঘুষি মারছিলেন, আর অনেকে সেই দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের চায়ের দোকানি আজাদ মিয়া বলেন, “ছিনতাইকারী বলে এক ছেলেকে মারতে মারতে শহীদ মিনারে নিয়ে আসে কয়েকজন যুবক। পরে গাছে বেঁধে লাঠি ও রড দিয়ে মারধর করে। কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়।”

স্থানীয়দের অভিযোগ, শহীদ মিনার এলাকায় প্রায়ই চোর বা ছিনতাইকারী সন্দেহে এ ধরনের মারধরের ঘটনা ঘটে। এ ছাড়া কিশোর-যুবকদের সংঘর্ষও সেখানে নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, “গাছে ঝুলিয়ে নির্যাতনের খবর আমরা দেরিতে পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভুক্তভোগী ও ঘটনায় জড়িতরা সবাই চলে যায়।”

“পুলিশ প্রতিনিয়ত চুরি, ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেপ্তার করছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে৷ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে৷ আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না৷ সেক্ষেত্রে যিনি আইন নিজের হাতে তুলে নেবেন, তিনিও আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন৷”

আরও পড়ুন >   আড়াইহাজারে লকডাউনে ব্যাটারি চালিত রিক্সা সহ ঢল নেমেছে যানবাহনের
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button