আড়াইহাজার উপজেলাদুর্ঘটনা

আড়াইহাজারে ঝাউগড়া জাহিন টেক্সটাইল কারখানায় আগুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন টেক্সটাইল নামে একটি কাপড়ের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় উপজেলার ঝাউগড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে অগ্নিকান্ড ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ ও নরসিংদীর তিনটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জোন-২-এর উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন সময় সংবাদকে বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আড়াইহাজার, রূপগঞ্জের কাঞ্চন ও নরসিংদীর মাধবদী স্টেশনের মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

তবে আগুনের সুত্রপাত কিভাবে সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন >   আড়াইহাজারে সম্পত্তি লিখে না দেওয়ায় মা-বোন কে পিটিয়ে আহত
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button