অপরাধআড়াইহাজার উপজেলারাজনীতি

আড়াইহাজারে আওয়ামী নেতা ভূমিদস্যু বারেক আটক

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভার লাশারদী দিঘিরপাড়া এলাকায় ভূমিদস্যু ও আওয়ামী লীগ নেতা বারেককে অবশেষে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত বারেক মিয়া স্থানীয় দিঘিরপাড়া এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতা বারেকের সাজানো মামলার শিকার হয়ে এলাকার অনেক নিরীহ মানুষ এরই মধ্যে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। অভিযোগ পাওয়া গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে নানা কায়দায় ভূমিদস্যু বারেক স্থানীয় বিভিন্ন ব্যক্তিকে সাজানো মামলায় ফাঁসিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পুলিশকে কাজে লাগিয়ে আড়াইহাজার থানায় মামলা করার পাশাপাশি নারায়ণগঞ্জের আদালতেও এলাকার নিরীহ মানুষের নামে অর্ধডজন মামলা দায়ের করেছেন বারেক। তার এসব মামলায় আসামি করা হয়েছে শিবপুর, দিঘিরপাড়া ও লাসারদী গোয়ালপাড়া এলাকার একাধিক পরিবারের নিরীহ মানুষকে। অনেকেই গ্রেপ্তার এড়াতে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। মামলায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।

সরেজমিনে জানতে চাইলে স্থানীয় এক ব্যক্তি বলেন, দিঘিরপাড়া এলাকায় আমি আমার পৈতৃক জমিতে বাড়িঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছি। আমার ভিটেমাটি বলতে বসবাসের ঘর ছাড়া আর কিছু নেই। কিন্তু এই জমিতে লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় ভূমিদস্যু বারেকের। আওয়ামী লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে সে নানা কায়দায় আমার সামান্য জমিটুকু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সুবিধা করতে না পেরে এরই মধ্যে আমিসহ আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ও নারায়ণগঞ্জের আদালতে সাজানো ও মিথ্যা মামলা করেছে। এতে আমি পরিবার ছেড়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি।

আরও পড়ুন >   বিএনপির আঙ্গুর-সুমনের যৌথ নেতৃত্বে বেকায়দায় আজাদ

বারেকের বিরুদ্ধে একই অভিযোগ শিবপুর এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক দেলোয়ার হোসেন বলেন, আমি সামান্য কিছু জমি ক্রয় করে একটি বাড়ি নির্মাণ করেছি। বাড়ি নির্মাণের সময় স্থানীয় ভূমিদস্যু খ্যাত বারেক প্রথমে আমার কাছে চাঁদা দাবি করে। তাতে আমি রাজি না হলে সে আমাকে নানাভাবে হয়রানি করতে শুরু করে। একপর্যায়ে নারায়ণগঞ্জের আদালতে আমার দুই ছেলেসহ আমার নামে পরপর দুইটি সাজানো মামলা দায়ের করেন। তার এই মামলায় আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

স্থানীয় লাসারদী এলাকার মৃত জাফরের ছেলে হারুন অভিযোগ করে বলেন, আমার বোন জামাই সিরাজুল ইসলামের জমিতে কুঃদৃষ্টি পড়েছে সম্পদ লোভী ভূমিদস্যু খ্যাত বারেকের। জমিটি হাতিয়ে নিতে সে নানা ফন্দি-ফিকির করে। আমি তাতে প্রতিবাদ করে আসছিলাম। ক্ষিপ্ত হয়ে সে আমিসহ আমার আরেক ভাইয়ের বিরুদ্ধে থানায় সাজানো একটি মামলা করেছে। এতে গ্রেপ্তার এড়াতে আমি পরিবার ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে জানা যায় বারেকের দায়ের করা সাজানো মামলাগুলোর তথ্য। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বনে যান বারেক। পদ পাওয়ার পর বেপরোয়া হয়ে উঠেন তিনি। মানুষকে নানাভাবে হয়রানি ও মিথ্যা ও সাজানো মামলায় জড়িয়ে জমিজমা হাতিয়ে নেন।

স্থানীয়রা অভিযোগ করেন, বারেক নামের এই ব্যক্তি এলাকায় চরমভাবে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করছে। তিনি নিরীহ মানুষের নামে সাজানো মামলা দিয়ে হয়রানি করছে। তার মামলার শিকার হয়ে অনেকেই সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন।

আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button