দুর্ঘটনা

আড়াইহাজারে বিপুল সংখ্যক “বিয়ার” সহ প্রাইভেটকার খাদে

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রী এলাকার বিশনন্দী মানিকপুর ফেরীঘাট-ঢাকা সড়কে বিপুল সংখ্যক “বিয়ার” সহ প্রাইভেটকার খাদে পরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২১-৩১৮৩) আড়াইহাজার হয়ে বিশনন্দী ফেরী ঘাটের দিকে যাচ্ছিল। সকাল ৭টায় রামচন্দ্রী এলাকায় এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাইভেটকারে থাকা যাত্রীরা বের হয়ে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাইভেটকারের ভেতরে আহত ব্যক্তিদের খুঁজতে গিয়ে দেখতে পান বিয়ারের ক্যান। পরে পুলিশ বিয়ারগুলো জব্দ করে থানায় নিয়ে চলে যায়। আর গাড়িটি উদ্ধার করে আটকের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। এর প্রায় কয়েক ঘণ্টা পর স্থানীয় কয়েকজন কিশোর যুবক প্রাইভেটকারের পিছনের ডালা খুলে দেখতে পায় অনেক গুলো বিয়ার ক্যান। পরে ওইসব যুবকেরা সেই বিয়ার ক্যানগুলো লুট করে করে নিয়ে যায়। এর সঙ্গে স্থানীয় লোকজনও যুক্ত হয়। তবে খবর পেয়ে আবারও পুলিশ আসার আগেই সব বিয়ার ক্যান নিয়ে যায় স্থানীয়রা।’

আড়াইহাজার থানাধীন গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) খালেক জানান,‘একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে পড়ে গিয়েছে খবর পেয়ে আমরা উদ্ধারের জন্য সেখানে যাই। তবে প্রাইভেটকারের ভেতরে আহত কেউ ছিল না। পরে প্রাইভেটকারটি তল্লাশী করতে গিয়ে ভেতর থেকে ৪ কেস বিয়ার ক্যান (৯৬ পিস বিয়ার ক্যান) জব্দ করা হয়। কে বা কারা নিয়ে যাচ্ছিল সেই বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বলেন, ধারণা করা যাচ্ছে মাদক ব্যবসায়ীরাই এতো গুলো বিয়ার নিয়ে যাচ্ছিল। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ২জন শ্রমিক নিহত, আহত ১১
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button