সারাদেশেআশেপাশের খবরজেলা সংবাদ

আড়াইহাজারে গরু বাহী ট্রলি নিয়ন্ত্রন হাড়িয়ে কিশোর নিহত

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে গরু বোঝাই একটি নছিমন উল্টে আব্দুল্লাহ (১৫) নামের কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ৩টার দিকে ঢাকা-বিশনন্দী সড়কের বগাদী-কল্যান্দী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের নুরু মিয়ার ছেলে এবং খাসের কান্দী গ্রামের গরু ব্যবসায়ী জয়লালের সাথে থেকে শ্রমিক হিসেবে কাজ করতো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ভুলতা থেকে একটি নম্বর ও অনুমোদন বিহীন নছিমন দিয়ে আব্দুল্লাহ মালিকের সাথে গরু নিয়ে খাসের কান্দী যাচ্ছিল। এই সময় বগাদী- কল্যান্দীর মোড়ে গাড়ীটি ঘুরাতে গেলে গাড়ীটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সময় একটি গরুও মারা যায়। ঘটনা সাথে সাথে চালক পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে মিলের কেয়ারটেকারকে পিটিয়ে খুন, আটক-১
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button